বুধবার, ডিসেম্বর ৩১

নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। একইসঙ্গে আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তুরাগ এলাকায় যেকোনো ধরনের অনুষ্ঠান বা সমাবেশ না করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত এই সময়সূচিতে ওই ময়দানে কোনো প্রকার সমাবেশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন-পূর্ববর্তী সময়ে টঙ্গী ময়দানে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা’সহ যেকোনো ধরণের জনসমাগম বা সমাবেশ অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনার অনুলিপি ঢাকা রেঞ্জের ডিআইজি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *