
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই নৌরুটে ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। শেষ রাতের দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। ফলে চালকরা দিক নির্ণয়ে সমস্যায় পড়েন এবং নিরাপত্তার কথা বিবেচনা করে ভোর সাড়ে ৪টায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমে দৃষ্টিসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।
বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ছোট-বড় ৫টি ফেরি পন্টুনে নোঙর করে রাখা হয়েছে। হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের জট সৃষ্টি হয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহনগুলো পারাপার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
