
|| বিনোদন ডেস্ক | আলোকিত দৈনিক ||
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরেণ্য সংগীতশিল্পী নগরবাউল জেমস। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি এই শোক জানান।
জেমস তাঁর বার্তায় বলেন, “বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। আমিন।” একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসহীন এই নেত্রী। গত ২৩ নভেম্বর অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক মাসেরও বেশি সময় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আজ সকালে তিনি না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিনের অসুস্থতা ও বার্ধক্যজনিত নানা জটিলতার কাছে হার মেনে চিরবিদায় নিলেন দেশনেত্রী খ্যাত এই রাজনীতিক।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। প্রিয় নেত্রীর প্রয়াণে বিনোদন জগতসহ দেশের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ ভক্তদের পাশাপাশি তারকারাও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
