
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মহানগর এলাকায় একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত মহানগরের কোথাও আতশবাজি, পটকা ফোটানো, উন্মুক্ত স্থানে পার্টি, উচ্চ শব্দে গান-বাজনা ও অশালীন কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ছাদে বা উন্মুক্ত স্থানে সমবেত হয়ে উদযাপনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পুলিশ জানায়, এ সময় মাদক সেবন, নারী-পুরুষের অনৈতিক সমাবেশ, হোটেল-রেস্তোরাঁয় অনুমোদনহীন অনুষ্ঠান আয়োজন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নগরজুড়ে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, পার্ক, বিনোদন কেন্দ্র ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
কেএমপি’র পক্ষ থেকে নগরবাসীকে শালীনতা ও শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে এবং যেকোনো সন্দেহজনক ঘটনা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।
