মঙ্গলবার, ডিসেম্বর ৩০

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটিসহ ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

|| অনলাইন ডেস্ক | আলোকিত দৈনিক ||

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। একই সাথে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তাঁর শেষ বিদায়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে ধৈর্য ও শান্তির সাথে শোক পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় শোক চলাকালীন সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *