
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
