
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরান যদি পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যায়, তবে দেশটিতে আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন যে, গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর তেহরান সম্ভবত নতুন কোনো স্থানে আবারও তাদের কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। খবর: রয়টার্সের।
সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “আমি সংবাদ পেয়েছি তারা আবারও পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম তৈরি করছে। যদি তারা এমনটি করে থাকে, তবে আমাদের জানা আছে তারা কোথায় এবং কী করছে।”
ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, তেহরানের গতিবিধি যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন ইরান যেন এমন পথে না হাঁটে, কারণ মার্কিন বি-২ বোমারু বিমানগুলো ৩৭ ঘণ্টার দীর্ঘ যাত্রা পাড়ি দিয়ে হামলা চালাতে প্রস্তুত থাকলেও তিনি অনর্থক জ্বালানি নষ্ট করতে চান না।
উল্লেখ্য, সম্প্রতি তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই চলতি মাসে ইরান দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
