সোমবার, ডিসেম্বর ২৯

সংসদ নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

|| নিজস্ব প্রতিবেদক ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। এদিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ওই সময় পার হওয়ার পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক আজ মনোনয়নপত্র জমার শেষ সময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। সেই থেকে গতকাল রবিবার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ শেষ দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বৃদ্ধি করা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হওয়ার পর আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো যাচাই-বাছাই করবেন। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি থাকলে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল দায়ের করা যাবে। পরবর্তী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেসব আপিল নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২০ জানুয়ারি এবং পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

​আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। একই সঙ্গে এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *