রবিবার, ডিসেম্বর ২৮

শহীদ ওসমান হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি গণদাবীতে পরিণত হয়েছে_মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান বলেছেন, সাম্প্রতিক সময়ে তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদীর খুন গোটা দেশ ও জাতির ভীতকে কাঁপিয়ে দিয়েছে। ১৫ দিন পার হয়ে গেলেও এখনো খুনি গ্রেফতার না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। শহীদ হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। সর্বোপরি দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি মোটেও ভালো নয়। খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, লক্ষ্মীপুরে বেলাল হোসেন এর বাড়ি ঘরে তালা ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দুই কন্যা সন্তানকে হত্যা, ময়মনসিংহে ভিন্নমতাবলম্বীকে পিটিয়ে পিটিয়ে মেরে আগুনে ভষ্মীভূত, এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ, সংবাদপত্রের অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর এসব কিসের লক্ষণ? অবশ্যই প্রশাসনের নাকের ডগায় এইসব ঘটনার দায় সরকার কোনভাবেই এড়াতে পারেন না। আইন শৃঙ্খলার চরম অব্যবস্থাপনার কারণে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিচ্ছে। সরকারের উচিত, এইসব হত্যা ও খুনের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। খুনিরা যেখানেই থাকুক দেশে বা বাইরে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্যকর করা।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কর্ম পরিষদের সদস্যবৃন্দ। বৈঠকে আগামী এক মাসের কর্মপরিক্রমা গ্রহণ করা হয়। বিশেষ করে আগামী ৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে শিক্ষা সফর করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *