
|| নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। বিএনপি সূত্রে জানা গেছে, প্রবাস জীবন থেকে দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধেই তিনি এই গুরুত্বপূর্ণ আসনটি থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সামনে আসার পর তাঁকে সম্মান জানিয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি এই আসন থেকে নির্বাচন না করে তাঁর চিরাচরিত ভোলা-১ আসন থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে পার্থ বিএনপির সমর্থনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
