রবিবার, ডিসেম্বর ২৮

নাগেশ্বরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

||‎ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্যুর ডি ফোর্স ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবামূলক সংগঠনের আয়োজনে ও উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগীতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। প্রভাষক আজহারুল ইসলাম আল আমিন, ইউপি চেয়ারম্যান দীপ মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাজসেবামূলক সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাগেশ্বরীর আদনান ইবনে আজহার, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক কানিছ ফাতেমা, ‎নীলফামারীর মেডিকেল কলেজ শিক্ষার্থী রাকিন সাদাবসহ অনেকে।

বিভিন্ন এলাকায় বিতরণ চলমান থাকবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *