শনিবার, ডিসেম্বর ২৭

আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে দাওয়াতের কাজ প্রসার করতে হবে_অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের মুহতারাম আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও তামান্না দ্বীনের বিজয় ঘটানো। এর জন্য অবশ্যই ব্যক্তিকে প্রথমে পরিশুদ্ধ করতে হবে। এরপর পরিবার, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রে সর্বত্রই দাওয়াতী কাজের প্রসার করতে হবে। এবং তার ধারাবাহিকতাও অবশ্যই রক্ষা করতে হবে। মানুষের মৌলিক অধিকারের কথাও বলতে হবে।আর তা হতে হবে অবশ্যই আপোষহীন ও সুসংগঠিতভাবে। উম্মাহকে দ্বীনি চেতনায় উজ্জীবিত করে, সুসংগঠিত করে; সুশৃঙ্খল এক ইসলামী বিপ্লবের লক্ষ্যে ইসলামী ঐক্য আন্দোলন কাজ চালিয়ে যাচ্ছে। ঐক্য আন্দোলন একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের কথা এই দেশ ও জাতিকে দীর্ঘদিন যাবত বলে আসছে। আলহামদুলিল্লাহ, এখন অনেকেই এই বিপ্লবের কথা বলতে শুরু করেছে। অদূরভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের যে স্বপ্ন, তা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ আসর ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ নাছির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব এফ এম আলী হায়দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, অফিস সম্পাদক মাওলানা হাফেজ শহীদুল ইসলাম, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ার হোসাইন মাওলানা আব্দুল কাদের প্রমুখ। বৈঠকে আগামী এক মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *