শনিবার, ডিসেম্বর ২৭

ঘন কুয়াশায় অচল জলপথ: সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

|| নিজস্ব প্রতিবেদক ||

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে রাজধানী ঢাকার সদরঘাটসহ দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যাত্রীবাহী লঞ্চ, ফেরি ও পণ্যবাহী কার্গো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন নদ-নদীতে কুয়াশার ঘনত্ব অত্যধিক বেড়ে যাওয়ায় নৌপথের সিগন্যাল ও বয়া দেখা অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর অববাহিকায় দৃশ্যমানতা (Visibility) শূন্যের কাছাকাছি নেমে আসায় মাঝনদীতে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ ও ফেরি নোঙর করতে বাধ্য হয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে আকস্মিক এই সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন রুটের যাত্রীরা। ঢাকার সদরঘাট টার্মিনালে শত শত যাত্রী লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট ফেরি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন, যার মধ্যে পচনশীল পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঠান্ডার মধ্যে ঘাটে আটকে থাকা সাধারণ মানুষ ও শ্রমিকরা নিদারুণ কষ্টের মধ্যে সময় পার করছেন।

বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, নৌযানগুলোকে নিরাপদ স্থানে নোঙর করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পর্যায়ক্রমে নৌযান চলাচল শুরু হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আগামী কয়েক দিন কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *