শুক্রবার, ডিসেম্বর ২৬

নাইজেরিয়ায় আইএসের ওপর যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও প্রাণঘাতী হামলা

|| আন্তর্জাতিক ডেস্ক ||

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের লক্ষ্য করে ‘শক্তিশালী ও প্রাণঘাতী’ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড়দিনের রাতে (২৫ ডিসেম্বর, ২০২৫) তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, তার সরাসরি নির্দেশে মার্কিন সামরিক বাহিনী এই হামলা পরিচালনা করেছে। খবর: আল জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ওই অঞ্চলে আইএস যোদ্ধারা দীর্ঘ সময় ধরে নিরপরাধ খ্রিস্টানদের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছিল। তিনি সতর্ক করে বলেছিলেন, যদি খ্রিস্টানদের ওপর এই আক্রমণ বন্ধ না হয় তবে তার চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের মতে, এই ‘নিখুঁত’ হামলা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিহত জঙ্গিদের বিদ্রূপ করে বলেন, খ্রিস্টানদের ওপর আক্রমণ অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের আরও হামলা চালানো হবে।

মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (AFRICOM) এক বিবৃতিতে জানিয়েছে, নাইজেরীয় কর্তৃপক্ষের অনুরোধে সোকোতো রাজ্যে এই হামলা চালানো হয়েছে এবং এতে একাধিক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও এই অভিযানের প্রশংসা করেছেন এবং নাইজেরিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে আরও এ ধরনের অভিযান হতে পারে।

এদিকে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই এই বিমান হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে আসছিলেন এবং দেশটিতে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। তবে নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে, সশস্ত্র গোষ্ঠীগুলো ধর্ম নির্বিশেষে মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়কেই লক্ষ্যবস্তু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *