বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

প্রধান উপদেষ্টাসহ সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

|| নিজস্ব প্রতিবেদক ||

​দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এই কৃতজ্ঞতা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিভিল প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

​এর আগে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করেন। ফোনালাপে তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে তার নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

এছাড়া তাকে অভ্যর্থনা জানাতে আসা লাখো জনতা, ছাত্র-শ্রমিক এবং পেশাজীবী মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই এখন প্রধান লক্ষ্য। তিনি বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদেরও ধন্যবাদ জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *