
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
রাজশাহী-২ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোঃ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী সেল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির, জেনারেল সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলনের পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহাঙ্গীর। তিনি বলেন, “নির্বাচিত হলে আমি রাজশাহী শহরকে চাঁদাবাজমুক্ত করব, স্থানীয় অবকাঠামোর উন্নয়ন করব, যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থান সৃষ্টি করব এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করব। এছাড়াও জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং ভোটের অধিকার নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা জনগণের আস্থার প্রতীক। এতে ভোট দিলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। নির্বাচনে কোনো প্রতিহিংসা নয়, বরং সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হবে। আমাদের মূল লক্ষ্য হলো জনগণের শান্তি ও কল্যাণ।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর ডা. জাহাঙ্গীর সকলকে দাঁড়িপাল্লাকে সমর্থন করার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানান এবং প্রেস ব্রিফিং শেষ করেন।
