
|| নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য খেজুরের দাম নাগালের মধ্যে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং উচ্চমূল্য নিয়ন্ত্রণে আনতে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজানে খেজুরের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। গত কয়েক মাস ধরে আমদানিকৃত এই ফলের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। আমদানিকারকরা দীর্ঘদিন ধরে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এবং রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার অংশ হিসেবে সরকার এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এনবিআর-এর এই সিদ্ধান্তের ফলে আমদানিকারকদের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যার সরাসরি প্রভাব খুচরা বাজারে পড়বে বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শুল্ক কমানোর এই সুফল সাধারণ মানুষ দ্রুতই ভোগ করতে পারবেন। এর ফলে বাজারে মানভেদে সব ধরনের খেজুরের দাম কেজিপ্রতি বড় অঙ্কের কমে আসার সম্ভাবনা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে যাতে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং সরকার ঘোষিত এই সুবিধার সুফল ভোক্তারা পান, তা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হবে।
