
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে মানিকগঞ্জ জেলা শহরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীপু চন্দ্র দাসকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত ঘটনা আড়াল করতে পরে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও বলা হয়, বর্তমানে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সহিংসতা ও মব সন্ত্রাস উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
