মঙ্গলবার, ডিসেম্বর ২৩

মস্কোতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবরটি নিশ্চিত করেছে।

ঘটনাটির প্রধান তথ্যগুলো তুলে ধরা হলো:

ঘটনার বিবরণ

  • কখন ও কোথায়: সোমবার সকালে দক্ষিণ মস্কোর ইয়াসেনেভায়া (Yasenevaya) এলাকায় এই বিস্ফোরণ ঘটে। জেনারেল যখন তার সাদা রঙের কিয়া সোরেন্টো (Kia Sorento) গাড়িটি নিয়ে বের হচ্ছিলেন, তখন গাড়ির নিচে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়।
  • নিহত: ৫৬ বছর বয়সী ফানিল সারভারভ বিস্ফোরণে গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
  • দায়িত্ব: তিনি রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন। রাশিয়ার সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি তদারকির ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তদন্ত ও ইউক্রেন সংশ্লেষ

রাশিয়ার তদন্ত কমিটি (Investigative Committee) জানিয়েছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তকারীরা বেশ কয়েকটি দিক খতিয়ে দেখছেন, যার মধ্যে অন্যতম হলো ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি সম্পৃক্ততা। যদিও ইউক্রেন এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।

প্রেক্ষাপট

  • গত এক বছরের মধ্যে এটি মস্কোতে তৃতীয় কোনো রুশ জেনারেলের হত্যার ঘটনা।
  • জেনারেল সারভারভ চেচেন যুদ্ধ এবং ২০১৫-১৬ সালে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
  • ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *