
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সিংগাইর থানায় কর্মরত এএসআই শরীফ হোসাইন। এ উপলক্ষে তাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এএসআই শরীফ হোসাইনের হাতে এই সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঝহারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এএসআই শরীফ হোসাইন বলেন, “এই স্বীকৃতির পেছনে সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের অবদান রয়েছে। তাদের সহযোগিতা, ভালোবাসা ও সম্মিলিত কাজের ফলেই আজ এ অর্জন সম্ভব হয়েছে।”
তিনি বিশেষভাবে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ এবং এসআই পার্থ শেখর ঘোষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের দিকনির্দেশনা ও সহায়তা ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।
