
|| নিজস্ব প্রতিবেদক ||
যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে কুষ্টিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত মডেল মাদ্রাসা। দিবসটি উপলক্ষে আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ‘বিজয় র্যালী’ বের করা হয়।

সকাল ৯টায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে র্যালীটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের হাতে ছিল জাতীয় পতাকা, বিজয়ের ব্যানার এবং দেশাত্মবোধক বিভিন্ন ফেস্টুন। র্যালী চলাকালীন শিক্ষার্থীরা বিজয়ের স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ, যা সাধারণ পথচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন বলেন, “স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ—এই শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
