
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেনের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রা করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে গিয়ে মিছিলটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিল পূর্বে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এমপি প্রার্থী অধ্যাক্ষ মাওলানা মোহাম্মদ দেলয়ার হোসেন। জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন, সদর উপজেলা আমির মো. ফজলুল হক, সদর উপজেলা সেক্রেটারি এডভোকেট সালাহ উদ্দিন এবং মানিকগঞ্জ পৌরসভার আমির মো. হুমায়ুন কবির।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ন্যায়বিচার, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।
বিজয় মিছিলে জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বিজয় দিবস উপলক্ষে এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
