
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন শেষে জুলাইযোদ্ধা গুলিবিদ্ধ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে অনুষ্ঠিত সাপ্তাহিক দারসুল কুরআন শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দারস পেশ করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঁঞা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ। দোয়া মাহফিলে দুষ্কৃতিকারীদের হাতে আহত জুলাইযোদ্ধা, তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর মাজলুম শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
