
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে সকল সরকারি, বেসকরী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিএনপি, জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে নাগেশ্বরী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠন। সকাল ১০টায় নাগেশ্বরী ডি এম একাডেমী ফুটবল মাঠে কুরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, শহিদের স্মরণে ১ মিঃ নিরবতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এর সালাম গ্রহন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। পরে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে গতকাল গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি ,স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন এবং স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়। দিবসটি উপলক্ষে নাগেশ্বরী উপজেলা উন্মুক্ত মঞ্চ মাঠে ৩ দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
