বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

দিবসটির সূচনালগ্নে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদার এক অনন্য স্মারক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো দান নয়; এটি সাহস, ত্যাগ ও দীর্ঘ সংগ্রামের ফল। এই বিজয়ের চেতনা সাংবাদিকদের লেখনী ও কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়া জরুরি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতি মানেই ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, বিজয় দিবস আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা দেয়। বীর শহীদদের আত্মত্যাগ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা—যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে কলম চালানো যায়।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থেকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকতা চর্চার মধ্য দিয়েই বিজয় দিবসের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান (নিহাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন ও মো. সুমন।

সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল আলম ইমন, আলফাজ হোসেন, আসগর আলী সাগর, অপু দাস, তানজিলুল ইসলাম লাইক, ঈসাহাক আলী পিন্টু, সিরাজুল ইসলাম রনি, মেহেদী হাসান, আদিল শেখ, রুকাইয়া চৌধুরী, রাকিবুল হাসান শুভ, মোস্তাফিজুর রহমান, সৈয়দ মাসুদ, সোহাগ হোসেন, জিয়াউল হক, আব্দুল বশীর ডলার, সাকিব, রাজা হোসেনসহ অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *