বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, অবাস্তব প্রশ্নপত্র ও অযৌক্তিক মূল্যায়ন কাঠামোর অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চারুকলার মৌলিক দর্শন ও সৃজনশীলতার সঙ্গে সাংঘর্ষিক প্রশ্নপত্র ও নম্বর বণ্টন কাঠামো অনুসরণ করা হয়েছে। এতে প্রকৃত শিল্পীসত্তা ও ব্যবহারিক দক্ষতার মূল্যায়ন উপেক্ষিত হয়েছে বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীদের ভাষ্য, চারুকলা একটি মূলত ব্যবহারিক ও সৃজনশীল বিষয় হওয়া সত্ত্বেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় অধিকাংশ নম্বর থিওরিভিত্তিক রাখা হয়েছে। বিপরীতে প্রাক্টিক্যাল অংশে খুবই কম নম্বর নির্ধারণ করা হয়েছে, যা শিল্পীসত্তা, সৃজনশীলতা ও বাস্তব দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

তারা আরও জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্রের মান যেখানে তুলনামূলকভাবে উন্নত ও প্রাসঙ্গিক, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিম্নমানের ও প্রাথমিক স্তরের প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার গ্রহণযোগ্যতা ও মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে প্রাক্টিক্যাল দক্ষতাকে উপেক্ষা করে যোগ্য ও সৃজনশীল শিক্ষক নিয়োগ সম্ভব নয়। এর ফলে ভবিষ্যতে চারুকলা শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কর্মসূচিতে শিক্ষার্থী, শিল্পী, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত প্রশ্নপত্র বাতিল করে পুনর্মূল্যায়ন, প্রাক্টিক্যালভিত্তিক বিষয়ে যৌক্তিক নম্বর বণ্টন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রাক্টিক্যাল-কেন্দ্রিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং চারুকলা শিক্ষার মান ও মর্যাদা রক্ষায় কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তবে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে চারুকলা শিক্ষার স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *