
|| নিজস্ব প্রতিবেদক ||
ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে ঝিনাইদহ জেলার সম্মানিত আমীর জনাব আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা ফরিদ উদ্দিন সামদানীর সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।
বৈঠকের শুরুতে ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মুজাহিদ পবিত্র কুরআন মাজীদ থেকে দরস পেশ করেন। এরপর গত মাসের গৃহীত রেজুলেশনসমূহ পর্যালোচনা করা হয় এবং সংগঠনের চলমান কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মাসিক চাঁদা নির্ধারণসহ আগামী এক মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবশেষে সভাপতি’র অনুমতিক্রমে দোয়ার মাধ্যমে মাসিক বৈঠক সমাপ্ত করা হয়।
