শনিবার, ডিসেম্বর ১৩

মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে তালাবা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার নেতৃবৃন্দ।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আসলে ছাত্রসংগঠনটির নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ শামীম, সিনিয়র সহ-সভাপতি ও জুলাই আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন।

মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে নিম্নোক্ত কিছু দাবি তুলে ধরা হয়।

  • শিক্ষার্থী বান্ধব পরিবেশ গঠন
  • অবকাঠামো উন্নয়ন
  • আধুনিক ও দ্বীনমুখী সিলেবাস প্রণয়ন
  • মান উন্নয়নের জন্য শিক্ষকদের পাঠদান তদারকি করা
  • প্রতিষ্ঠানে দ্বীনি পরিবেশ ফিরিয়ে আনা

এছাড়াও আরো কিছু দাবি দাওয়া তুলে ধরা হয়। এবং তা পুরণ করার আশ্বাস দেন বোর্ড চেয়ারম্যান মহোদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *