শনিবার, ডিসেম্বর ১৩

খুলনায় বিএনপি’র বিক্ষোভ: দাবী, ওসমান হাদীর ওপর হামলা ‘পরিকল্পিত’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয় বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পূর্ব সমাবেশে মঞ্জু বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। সারা দেশে যখন বিএনপির পক্ষে গণজাগরণ চলছে, ঠিক তখনই এই হামলা সংঘটিত হয়েছে।”

তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরের প্রেক্ষিতে একটি গোষ্ঠী অস্থির হয়েছে এবং তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে এই ধরনের ন্যাক্কারজনক হামলা চালাতে পারে। মঞ্জু অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, “১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “চব্বিশের জুলাই যোদ্ধা ওসমান হাদীর মাথায় নির্মমভাবে গুলি করা হয়েছে। এটি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা।” তিনি প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন পরিবেশকে সুষ্ঠু ও নিরাপদ করতে ব্যবস্থা নিতে হবে।

বিশেষ বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল অভিযোগ করেন, “খুনি হাসিনা দেশে থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভারত এই ষড়যন্ত্রে সহযোগিতা দিচ্ছে।”

সমাবেশে খুলনার অন্যান্য ধানের শীষ প্রার্থীরা বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেন: আমির এজাজ খান, সৈয়দা নার্গিস আলী, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, এবাদুল হক রুবায়েত, মজিবুর রহমান, সজীব তালুকদার, আবু সাঈদ।

সমাবেশ পরিচালনা করেন আশরাফুল আলম খান নান্নু ও ইস্তিয়াক আহমেদ ইস্তি, এবং সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *