শনিবার, ডিসেম্বর ১৩

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ও বিএনপির এরশাদ উল্লাকে গুলির প্রতিবাদে নাগেশ্বরীতে বিএনপির বিক্ষোভ‎

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

‎বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায় অধ্যাপক গোলাম রসুল রাজা, জেলা বিএনপির সদস্য ও ড্যাবের যুগ্ম মহাসচিব, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমানসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করতেই হাদির ওপর গুলি করা হয়েছে। হাদির উপর হামলাকারীদের দ্রুত্ব গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *