
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায় অধ্যাপক গোলাম রসুল রাজা, জেলা বিএনপির সদস্য ও ড্যাবের যুগ্ম মহাসচিব, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমানসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করতেই হাদির ওপর গুলি করা হয়েছে। হাদির উপর হামলাকারীদের দ্রুত্ব গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।
