শনিবার, ডিসেম্বর ১৩

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সম্মাননায় আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার শিল্প-সংস্কৃতির অঙ্গন শুক্রবার বিকেলে পরিণত হয় এক ব্যতিক্রমী সম্মাননা উৎসবে। খুলনা আর্ট একাডেমিতে আয়োজিত “আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে সাংবাদিকতা, সাহিত্য, শিল্প ও সমাজসেবায় অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে সাংবাদিক, কবি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, শিশুশিল্পী ও সমাজসেবীরা অংশগ্রহণ করে পুরো প্রাঙ্গণকে মুখর করে তুলেন। দেশব্যাপী নিরলসভাবে কাজ করা সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের প্রাপ্য স্বীকৃতি প্রদান করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। তিনি বলেন,
“সত্য সংবাদ শুধু খবর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। সাংবাদিকরা জাতির দর্পণ—তাদের স্বাধীনতা, নিরাপত্তা ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”

প্রধান আলোচক ইসলামিক ফাউন্ডেশন দিঘলিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদুল গনি বলেন, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা ছাড়া একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন,
“মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে সত্য তুলে ধরেন, অথচ তারা সবচেয়ে কম নিরাপত্তা ও মূল্যায়ন পান। এই সম্মাননা তাদের অবদানের বাস্তব স্বীকৃতি।”

সভাপতিত্ব করেন আলো মিডিয়া গ্রুপ (ঢাকা)-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও মানবিক সাংবাদিক আহমেদ হোসাইন ছানু। সুশৃঙ্খল সঞ্চালনায় ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি বলেন, এই সম্মাননা যেন গুণীজনদের নিজ নিজ ক্ষেত্রে আরও দক্ষ ও সৃজনশীল করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি এম শাহ জাহান আলী খান, কবি ও সাংবাদিক মোঃ রহমত আলী এবং দৈনিক আজকের জনকথার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মাহফুজুর রহমান। তাঁরা গুণীজনদের পেশাগত সংগ্রাম ও সামাজিক অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে গুণীজন সম্মাননায় ভূষিত হন—কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, দৈনিক আজকের কণ্ঠস্বর (খুলনা)-এর সম্পাদক ও প্রকাশক তাহমিনা আক্তার শিপন, কবি ও শিক্ষক নাসরিন জাহান, সাংবাদিক মোঃ ইদ্রিস শেখ, সাংবাদিক সুদীপ্ত মিস্ত্রী, সাংবাদিক উৎপল রায়, সাংবাদিক আসাদুল হক, সঙ্গীতশিল্পী প্রবীর শীল এবং খুলনা আর্ট একাডেমির মেধাবী শিশু শিল্পী যাহরুন তাসনিম।

বিশেষ আকর্ষণ ছিল খুদে শিল্পী যাহরুন তাসনিমের সম্মাননা। প্রথম শ্রেণিতে অধ্যয়নকালেই ৬৪টি পুরস্কার অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়, যা ভবিষ্যৎ শিল্পীর উজ্জ্বল সম্ভাবনার প্রতিফলন।

অনুষ্ঠানজুড়ে কবিতা পাঠ, গান ও শিশু শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ‘সম্মাননায় গর্ব, স্বীকৃতিতে প্রেরণা’—এই চেতনায় অনুষ্ঠানটি পরিণত হয় এক মানবিক ও সৃজনশীল মিলনমেলায়। সার্বিক সহযোগিতায় ছিলেন কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলাম।

সবশেষে আয়োজকরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। খুলনার শিল্প ও সংস্কৃতির মঞ্চে “আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫” এক নতুন মানদণ্ড স্থাপন করেছে—যেখানে সম্মান, সাহস ও সৃজনশীলতা একসঙ্গে নতুন পথে আলো ছড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *