বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় : ইসি সচিব আখতার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আজ বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন।

বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

আজ দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসির সঙ্গে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৈঠকে রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানান সিইসি। ইসির প্রস্ততিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করে তুলতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যখন যা কিছু দরকার সবধরনের সহায়তা করবেন বলে ইসিকে আশ্বাস দেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। পাশাপাশি, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *