বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

নবুওয়াতি ধারার সঠিক পদ্ধতি থেকে ইসলামী ঐক্য আন্দোলনকে কেউ বিচ্যুত করতে পারবে না: গাইবান্ধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||

গাইবান্ধায় দায়িত্বশীলদের বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী রাজনীতিতে, যে নবুওয়াতি ধারার রাজনীতি শুরু করেছে; তা সত্যিই স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। কারণ, সবাই ব্যস্ত প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের রাজনীতিতে। আসন ভাগাভাগির যে ঐক্য, তা থেকে অনেক দূরে ইসলামী ঐক্য আন্দোলন। ইসলামী ঐক্য আন্দোলন বিশ্বাস করে, প্রচলিত গণতান্ত্রিক জোট-ভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। ইসলামের বিজয় ঘটাতে হলে অবশ্যই তা হতে হবে কুরআন-সুন্নাহ অনুমোদিত পথ, পন্থা, পদ্ধতি ও প্রক্রিয়ায়। আর তা হল নবুয়াতি ধারার সুন্নাত পদ্ধতি।

নেতৃবৃন্দ আরো বলেন, দুনিয়ার সকল নবী- রাসূলগণের ইতিহাস, বিপ্লবের ইতিহাস; মানবীয় নির্বাচনের নয়। দীর্ঘদিন যাবত ইসলামী ঐক্য আন্দোলন এই নবুয়াতি ধারায় দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। এ যেন সত্যিই স্রোতের বিপরীতে সাঁতার কাটা। প্রতিষ্ঠালগ্ন থেকেই লক্ষ্য ও উদ্দেশ্যের উপর অটল ও অবিচল রয়েছে। অতীতে অনেকেই একে লক্ষ্যচ্যুত করার প্রয়াস চালিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে সকল বাধা অতিক্রম করে, ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন ভিন্ন করে সম্মুখ পানে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ, নীতি ও আদর্শের উপর অটল ও অবিচল থেকে আগামীতে ইসলামী বিপ্লব সাধনে ইসলামী ঐক্য আন্দোলন এই দেশ ও জাতির নেতৃত্ব দিবে।

নেতৃবৃন্দ গত ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার বাদ এ’শা গাইবান্ধা শহরস্থ কাচারী বাজার জামে মসজিদে ইসলামী ঐক্য আন্দোলন গাইবান্ধা জেলা শাখার দায়িত্বশীলদের বৈঠকে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর ডাক্তার আব্দুস সালাম। উপস্থিত কেন্দ্রীয় মেহমান ছিলেন নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা শহীদুল হক। জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা জনাব এমদাদুল হক সরকার, জেলা শাখার নায়েবে আমীর জনাব ইউনুস আলী সরকার, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আক্কাস আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহীদুল হক শামীমসহ জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *