বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

নির্বাচনের দিনই গণভোট মেনে নিল আন্দোলনরত ৮ দল

|| নিউজ ডেস্ক ||

দেশের বৃহত্তর প্রেক্ষাপটে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে ইসলামী সমমনা ৮টি দল। এই দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছিল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেতারা।

সংবাদ সম্মেলনে আট দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার লক্ষ্যে ডিসেম্বর মাসজুড়ে প্রচারণার কাজ করবে প্রতিটি দল।

তিনি আরও জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও তাদের তিনটি প্রধান দাবি এখনও বহাল আছে:
১. জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
২. ফ্যাসিস্ট অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা।
৩. ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।

এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটি সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়াও, বৈঠকে শরিক অন্যান্য দল— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *