শনিবার, ডিসেম্বর ১৩

কেসিসির উন্নয়ন তৎপরতা জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উপকমিটি গঠন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণে একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাক-প্রস্তুতি জোরদার এবং ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ (৮ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রশাসক মো: মোখতার আহমেদ।

এর আগে বিকেল সাড়ে ৩টায় কেসিসির কার্যক্রম পরিচালনা কমিটির ১০ম সভা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি আওতায় বিশেষ বরাদ্দ খাতে ৯২টি স্কীমের মাধ্যমে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক ৫ সদস্যের পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠনের সিদ্ধান্ত হয়।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল হাইকোর্টের রিট পিটিশন-৯৪১৭/১৮ এবং সুপ্রিম কোর্টের লিভ টু অ্যাপিল ৩৫৯৬/২৩ এর আদেশ অনুযায়ী কেসিসির ১০২ জন মাস্টাররোল কর্মচারীর চাকরি আত্মীকরণ/স্থায়ীকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণের অনুমোদন।

সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: মোখতার আহমেদ। সভাটি পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান। এতে কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, জেলা প্রশাসন, বিটিসিএল, গণপূর্ত, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, বন বিভাগ, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমগ্র দিনে কেসিসির দুই গুরুত্বপূর্ণ সভায়

  • উন্নয়ন প্রকল্প অনুমোদন
  • মাস্টাররোল কর্মচারীদের বিষয়ে সিদ্ধান্ত
  • দুর্যোগ ব্যবস্থাপনায় উপকমিটি গঠন
    উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত ও দুর্যোগ প্রস্তুতির সমন্বয়ে দিনটি ছিল কেসিসির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *