
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সিমান্ত এলাকায় ৩ বিজিবি-র নিয়মিত টহলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের সময় বাংলাদেশী পণ্য আটক করেছে গিলাতলী বিওপি ৩ বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহল দল সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান এলাকা হতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্যেশ্যে রাখা বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক, বেবিসেট কীটনাশক, চ্যাপা শুটকি, পপ ক্রীমও বনলতা সালসা আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) সূত্র জানায়, দেশ মাতৃকার সেবায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। পাহাড়ের সিমান্তে অবৈধ চোরাচালান রোধে, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ৩ বিজিবি-র কার্যক্রম অব্যাহত থাকবে সীমান্ত এলাকায় অপরাধ, চোরা কারবারী সনাক্ত করতে আপনাদের সকলের সহযোগীতা করতে হবে। আটককৃত চোরাচালানের মালামালসমূহ চট্টগ্রাম কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
