
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে বাংলাদেশ হেফাজত ইসলামের জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা সদরে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বক্তারা বলেন, বাউল আবুল সরকার আল্লাহ নামে যে খারাপ মন্তব্য করেছে, এজন্য দেশের সকল তৌহিদী জনতা তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে এবং আর যেন কোন ভন্ড পীর বা কোন বাউল আল্লাহ ও রাসূল নিয়ে, ইসলামকে নিয়ে কোন বাজে মন্তব্য না করে সে বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এরকম কাজ কেউ করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
জনসভায় প্রধান মেহমান ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় আমির, মধুপুর পীরসাহেব জনাব আব্দুল হামিদ মধুপুরি। প্রধান মেহমান বলেন, নাস্তিক আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি মানিকগঞ্জ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভন্ড দল মিথ্যা মামলা করেছে, এই আলেমদেরকে যদি কোন হয়রানি করা হয় বা গ্রেপ্তার করা হয়, তাহলে মানিকগঞ্জ থেকে শুরু হবে- আমরা সকল ভন্ড নাস্তিকদের এই দেশ থেকে বিতাড়িত করবো।
মাওলানা মাদানী সাহেব বলেন, নাস্তিক কাঁদিয়ানি ও বাউল একই গোত্রের, তাই এদেরকে কাফের ঘোষণা দিয়ে এই নাস্তিকদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
বক্তারা বলেন, তওবা করে ফিরে আসলে ক্ষমা করা হবে।
