শনিবার, ডিসেম্বর ৬

ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হলো ‘পঞ্চকবি’র সঙ্গীত সন্ধ্যা’

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||

বাংলা সাহিত্যের অন্যতম পাঁচ জন কবি যাঁরা বাংলা সাহিত্যে তথা বাংলা গানে গানের ভান্ডারকে করেছেন সমৃদ্ধ ও অনন্য। যে পাঁচজন কবির লিখা গানকে আমারা পঞ্চকবি’র গান বলি তাঁরা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় , রজনীকান্ত সেন ও অতুল প্রশাদ সেন।

তাঁদের মধ্যে সবচেয়ে স্বল্প সময়ে সর্বাধিক গান লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গানের প্রতিটি ঘরানায় কলম ধরেছেন তিনি, বিশেষত অসাম্প্রদায়িক চেতনা তাঁর গানে বিশেষভাবে প্রতিয়মান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ তাঁদের গানও বাংলা গানের ভান্ডারে বিশেষভাবে সমাদৃত।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পী নাসরিন আক্তার-এর উদ্যোগে কিছু নিবেদিত প্রাণ শিল্পীর সামগ্রিক প্রচেষ্টায় ও শিল্পী পীযূষ বড়ুয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর ‘পঞ্চকবির এক গানের আসর’। যাঁদের পরিবেশনায় মুখর ছিলো ক্লাব প্রাঙ্গণ তাঁরা হলেন- পীযূষ বড়ূয়া, অনুশ্রী ভট্টাচার্য‍্য, রিফাত জামাল (মিতু), নাসির উদ্দিন শেখ, নাসরিন আক্তার, সাবরিনা রহমান, তনুশ্রী ভট্টাচার্য‍্য, অরুণা চক্রবর্তী, জয়ন্ত আচার্য্য প্রমুখ। এই মহতি উদ্যোগের সাথে ছিলেন সর্বজন শ্রদ্ধেয় গানবন্ধু গোলাম ফারুক ও সাইফউদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *