বুধবার, ডিসেম্বর ৩

মানিকগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ; ঘটিয়েছে কারা!

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের একটি অংশ দগ্ধ হয়ে কালো হয়ে গেছে।

রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. কামাল হোসেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- রাতের অন্ধকারে একটি কালো রঙের প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুজন ব্যক্তি আগে থেকে জড়ো করা গাড়ির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থলের পাশে থাকা লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ধাতব নির্মিত স্মৃতিস্তম্ভটির নিচের অংশ আগুনে ঝলসে কালচে হয়ে গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক ঘটনাটিকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, (তার বক্তব্য অনুযায়ী) রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা এই আগুন দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *