বুধবার, ডিসেম্বর ৩

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সাহেদ সভাপতি মন্টু সম্পাদক

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ সোমবার (০১ডিসেম্বর) বিকেলে থানামোড়ে অবস্থিত আবুল হোসেন সুপার কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের সকল সাংবাদিকদের নিয়ে সাধারণ সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো: সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা/MK টিভি) সভাপতি ও রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা/শ্যামল বাংলা) সাধারণ সম্পাদক এবং কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার/ চলনবিলের আলো)-কে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ), ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম/নাইন টিভি), আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন), হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ/কলম সৈনিক), মাসুম বিল্লাহ (দৈনিক জবাবদিহি), সোহেল রানা (গ্রামীন খবর), জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ/যমুনা প্রবাহ)সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।আগামী ২ বছরের জন্য এই কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *