বুধবার, ডিসেম্বর ৩

মানিকগঞ্জে দশ লক্ষ টাকার হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ১০০ (একশত) গ্রাম হেরোইন উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা।

জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ হিমেল হোসেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি’র মূলগেটের সামনে থেকে চঞ্চল ওরফে চঞ্চল মোল্যা ওরফে শামীম মোল্যা ওরফে শাহিন (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের পিতা জলিল মোল্যা ও মাতা মালেকা বেগম। তার স্থায়ী ঠিকানা হরিরামপুর উপজেলার গোপীনাথপুর উজানপাড়া হলেও বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শেওতা এলাকায় বসবাস করছেন।

গ্রেফতারের সময় তার দখল থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তার নামে ২০টি মামলা বিচারাধীন, নতুন মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *