
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঈশানের অবস্থা অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত রাজ বর্তমানে খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুই পক্ষের মারামারির সময় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঈশানের পেটের ডান পাশে গভীর জখম ছিল, যা তার মৃত্যুর কারণ হয়। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
