বুধবার, ডিসেম্বর ৩

“শূন্যতা”_কবিতা

আমার যখন তাড়া থাকে
বোতামগুলো পায় না খুঁজে ঘাট
অবশেষে আয়না জুড়ে
ভেসে ওঠে অবাঞ্ছিত শার্ট।

আমার যখন ভীষণ তেষ্টা
জলের কলস খুঁজি,
শূন্যতাতে গেলাস ভরা
তখন আমি বুঝি-

আমার জগৎ ভুলে ভরা
কেবল কোলাহলে
মেতে আছি নেচে গেছি
শূন্য জল-স্থলে।

শূন্য সকাল শূন্য বিকাল
শূন্য চারিধারে
কেবল শূন্য খুঁজে ফিরি
শূন্য হাহাকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *