বুধবার, নভেম্বর ২৬

ভিশনএক্স ২০২৫ এর চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই কে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন

|| নিজস্ব প্রতিবেদক ||

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজনেস আইডিয়া ট্র্যাকে ভিশনএক্স ২০২৫ এআই-চালিত জাতীয় উদ্ভাবনী চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই-এর অসাধারণ কৃতিত্বকে অভিনন্দন জানিয়ে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।

ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪০তম ব‍্যাচের শিক্ষার্থী সাবরিনা ইসলামকে তার অসাধারণ কৃতিত্বের জন‍্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আমরা আজ গর্বিত, তার প্রতিভা, নিষ্ঠা এবং উদ্ভাবনী চেতনার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতি অর্জনের জন্য। তিনি আরো বলেন, এধরনের স্বীকৃতি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত উদ্ভাবনের ভবিষ্যৎ গঠনে আমাদের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং সম্ভাবনার প্রতিফলন ঘটায়। তিনি শিক্ষার্থী সাবরিনা ইসলামকে তার গবেষণার উৎকর্ষতা এবং উদ্ভাবনের প্রতি উৎসাহ প্রদান এবং উদ্যোক্তা যাত্রায় অব্যাহত সাফল্য কামনা করেন।

এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর জনাব মো. মাহবুবুর রহমান এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান
মো. নিয়াজ মোরশেদুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, STITCH AI হল একটি উদ্ভাবনী মোবাইল প্ল্যাটফর্ম যা কাস্টম পোশাককে সহজ এবং ব্যক্তিত্ব সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়েছে। ফ্যাব্রিক নির্বাচন, পোশাক নকশা, ভার্চুয়াল ট্রাই-অন বৈশিষ্ট্য এবং AI-চালিত সঠিক শরীরের পরিমাপ প্রদান করে প্ল্যাটফর্মটি নির্বিঘ্নে স্মার্ট টেইলারিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *