
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর খাস রহমতে দেশবাসীকে ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় দপ্তরে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের কর্ম পরিষদের মাসিক বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় আমীর বলেন, ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্ক সংকেত, কখন কার সময় শেষ হবে কেউ জানে না। সুতরাং আমাদেরকে সৎ কর্মে নিয়োজিত থাকতে হবে। আন্দোলনের নিয়মিত আমল সৎকর্মেরই ধারাবাহিকতা। এর আলোকে সবাই আমল করতে পারেন। আন্দোলনের কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। সাথে সাথে
আমাদের উচিৎ, জাতীয়ভাবে-রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, তওবা করা, গুনাহের সকল পথ বন্ধ করা।
অধ্যাপক ভূঁইয়া আরো বলেন, আমরা জাতীয়ভাবেই আল্লাহর নাফরমানি করতে করতে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছি। অতএব আমাদের উচিত হবে তওবা করা, অন্যায় অশ্লীল বেহায়াপনা থেকে দেশ সমাজ ব্যক্তিকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামীন অসন্তুষ্ট হন এমন সকল কার্যকলাপ বন্ধ করা। আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার বিকল্প নেই। আজকের ভূমিকম্প এ সংকেতই দিচ্ছে আমাদেরকে।
মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েরে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানসহ ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের কর্মপরিষদের দায়িত্বশীলগণ। বৈঠকে ২৮ নভেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
