বুধবার, নভেম্বর ২৬

ওয়ালিদ হাসানের ‘রোদ্রছায়া অডিও ভিজুয়ালের গানতলায়’ মুহিন খানের কণ্ঠে নতুন গান ‘দুরত্ব’

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||

বাংলাদেশের সমসাময়িক সংগীতাঙ্গনে নতুন সংযোজন হতে যাচ্ছে গান ‘দুরত্ব’। গানটির গীত রচনা করেছেন নাজমীন মর্তুজা, আর সুর ও সঙ্গীত পরিচালনায় আছেন তারিকুল ইসলাম মাসুম, যিনি তার সূক্ষ্ম সুর-চিন্তা ও আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য পরিচিত। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক মুহিন খান।

গানটির সংগীত ভিডিও পরিচালনা করেছেন ওয়ালিদ হাসান। নির্মাতা পক্ষের তথ্য অনুযায়ী, ভিডিওটিতে তুলে ধরা হয়েছে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক দূরত্বের অনুভূতি। দৃষ্টিনন্দন লোকেশন, ন্যারেটিভ ভিজ্যুয়াল এবং আধুনিক ক্যামেরা–টেকনিক ব্যবহার করে নির্মাতারা গানের গল্পকে দর্শকের কাছে আরও গভীরভাবে পৌঁছে দিতে চেয়েছেন।

পুরো প্রজেক্টটির প্রযোজনায় রয়েছে রোদ্রছায়া অডিও ভিজুয়াল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি তাদের সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম এবং তারা এর প্রচারণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।

গানটি প্রচারিত হবে ডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্ম “গানতলা”–র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গানতলা জানিয়েছে, তারা গানটি নিয়ে একটি বিস্তৃত অনলাইন ক্যাম্পেইন পরিকল্পনা করেছে, যাতে সংগীতপ্রেমীরা সহজেই নতুন এই কাজটি দেখতে ও শোনার সুযোগ পান।

সংগীত সংশ্লিষ্টদের দাবি, গানটি প্রেম, বিচ্ছেদ এবং মানসিক দূরত্বের মতো পরিচিত অনুভূতিকে নতুনভাবে তুলে ধরবে। মুহিন খানের কণ্ঠ, নাজমীন মর্তুজার কথার আবেগ এবং তারিকুল ইসলাম মাসুমের সুর-সংগীত মিলিয়ে গানটি শ্রোতার মনে আলাদা ছাপ ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

গানটির প্রকাশ তারিখ রোদ্রছায়া অডিও ভিজুয়াল ও গানতলার কতৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে গানতলার প্ল্যাটফর্মেই। এবং পুরো গানের ভিডিওটিও দর্শকরা দেখতে পারবেন গানতলার প্ল্যাটফর্মেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *