
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সর্বশেষ বিবৃতি মোতাবেক ২১ তারিখের ভয়াবহ ভূমিকম্পে তিন জেলায় মোট আট জনের প্রাণহানি ও চার শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় ঢাকার বংশালে ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়, নরসিংদীতে চার জন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে আরও চারশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও বিবৃতিতে জানা যায়। গাজীপুর জেলায় আহত ও হতাহতের সংখ্যা বেশি বলে জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, এখন আমাদের প্রধান কাজ হলো ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ নির্ণয়। তবে কাজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। এছাড়াও সারাদেশে বিভিন্ন জেলা থেকে ভবন ধসে পড়া, হেলে যাওয়া এবং ডেবে যাওয়ার ঘটনা ঘটছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
