
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং পরে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন।
এর আগে নাজমুন আরা সুলতানা খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি মানিকগঞ্জবাসীর সঙ্গে একসাথে উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
