শনিবার, ডিসেম্বর ২৭

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ৯.৫০ মিনিটের দিকে বাসস্ট্যান্ডের ওভার ব্রিজের নিচে পাশের একটি ফাঁকা জায়গায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দুইজন যুবককে দ্রুত মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় ব্যাবসায়ী ইয়াহিয়া জানান, বিস্ফোরণের আগে ওই এলাকায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই যুবককে। কিছুক্ষণ পরই তারা রাস্তার পাশে ককটেল বিস্ফোরোন করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।
বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নিরাপত্তাহীনতা ভুগছেন। পুলিশ অতিরিক্ত টহল জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *