
ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায় _উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ০৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজন করার জন্য ইতোমধ্যে মহামান্য চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের সভাপতি সম্মতি জানিয়েছেন এবং তারিখ প্রদান করেছেন।
লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৩৪টি ডিজাইন জমা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ৪র্থ সমাবর্তনের উদ্দীপনা এবং প্রতিযোগিদের সৃজনশীলতার উপর বিচার বিশ্লেষণ করে এবং ৩টি ডিজাইন নির্বাচন করেন ৪র্থ সমাবর্তন লোগো ডিজাইন সাব-কমিটি। প্রতিযোগিতায় প্রথম স্থাপত্য বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী শিফাত সাদিয়া, দ্বিতীয় বিবিএ ৬৬তম ব্যাচের শিক্ষার্থী মাইশা জাহান এবং তৃতীয় আইন বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতার তিনজন বিজয়ীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এসময় তিনি বলেন, এধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ খুবই ভালো একটি দিক। এতে শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি হয় যা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান এবং স্থাপত্য বিভাগের প্রভাষক অর্পন শীল ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতা এবং বিজয়ী নির্বাচন প্রক্রিয়া বিষয়ে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের জন্য ৪র্থ সমাবর্তনে রেজিস্ট্রেশন বিষয়ে বিস্তারিত তথ্য www.convocation.lus.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
